ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

যত দূরে থাকো তুমিএই অক্ষর এই আঙ্গুলের ছোঁয়াতোমাকে বাজাবে সদ্য স্নান করা তোমার শরীরে জলবিন্দু হয়েগড়িয়ে নামবে বৃষ্টি রেখায়অথবা অকস্মাৎ একা একা ভিজে যাবে আকাশের নীলে তুমিনির্জন ভালোবাসায় সেখানেই এক নির্জন চোরস্বপ্নে ঢুকে যাবেঅসম্ভব রঙিন হয়ে উঠবে তোমার গালফ্যাকাসে শীতের...

একই মঞ্চে কত অভিনয়Eki Manche Kato Abhinoyকথা: অরবিন্দ সমাজপতিসুর ও শিল্পী: সুকণ্ঠ অধিকারীএকই মঞ্চে কত অভিনয়কেউ হাসে কেউ কাঁদে রে,কেউ চলে যায় বাঁধন ছিঁড়েকেউবা আবার নতুন ঘর বাঁধে রে।।একই মঞ্চে কত অভিনয়।দয়াল তোমার কেমন খেলাবোঝা বড় দায়,কারো কপালে সিঁদুর ওঠেকারো...

সবাই চলে গেলে শুন্যতা জমে উঠেবুকের ভেতর বাজে কারো কারো গানএসব অর্থহীন স্বপ্ন মনে হয়কারো ফেলে যাওয়া ফুল তুলে নেই আমি তখন রাত্রির বুকে অন্ধকারে একপরিচিত সুর ভেসে এলেমনে পড়ে নারেমনে পড়ে নারে নারে নামনে পড়ে না, রাত্রি নামছে ধীরে...

অদ্ভুত ঈশ্বর এসে দাঁড়িয়েছেন, মৃন্ময় উঠোনেএকদিকে শিউলির স্তূপ,অন্যদিকে দ্বাররুদ্ধ; প্রাণকার জন্যে এসেছেন-কেউ কি তা স্পষ্ট ক’রে জানে?ঈশ্বর গাইছেন গান, তাঁর পথশ্রমে ক্লান্ত ধুলোলেগে আছে দুটি পায়,তবু তা স্পন্দিত হলো নাচেকয়েকটি চিট্‌কেনা ছোটেচেতনার আনাচে-কানাচেএকটু গেলে, শিমূলের তুলো …ঈশ্বর কাঁদছেন একা,সভায় যে...

সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে,সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে।শুধাল, “হে জ্ঞানী । আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?জ্ঞানী বলে “বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর।”পুনঃসে কহিল “পৃথিবীর চেয়ে ওজনে ভারী কী আছে?”জ্ঞানী বলে, “বাছা, নিষ্পাপ...

শত্রু তুমি…বন্ধু তুমি…তুমি আমার সাধনা…Short Musicশত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…তোমার দেয়া আঘাত আমায়,দেয় যে মধুর বেদনা,তুমি আমার সাধনা…!Musicযে চোখে তোমার প্রেমের কাজল,Short Musicসে চোখে আবার কিসের অনল?স্বপ্ন হয়ে পিছু ডাকো,দুঃখ দিয়ে দূরে রাখো,তুমি আমার পূর্ণিমা চাঁদ,রাত্রি দিনের যন্ত্রণা!শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি...

বন্ধু তোর লাইগা রেবন্ধু তোর লাইগা রেআমার তনু জড়জড়মনে লয় ছাড়িয়ারে যাইতামথুইয়া বাড়ি ঘরবন্ধু তোর লাইগা রেঅরণ্য জঙ্গলার মাঝেআমার একখান ঘরভাইয়ো নাই বান্ধবও নাই মোরকে লইবো খবর হায়রেবন্ধু তোর লাইগা রেবট বৃক্ষের তলে আইলামছায়া পাইবার আশেতাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠেআমার কর্মদোষেবন্ধু...

এরকম কোনোএক চন্দ্রস্নাত রাতে আমার সাথে পথ হাটবেন নবাবজাদী?আঁকাবাঁকা রেললাইন ধরে আঙ্গুলে আঙুল রেখে হেটে চলবেন অনন্ত পথ?একটা বড় চাঁদ আপনার সাথে হাটবে,একটা আস্ত আকাশ থাকবে সাথে,আমি থাকবো,একটা নিস্তব্ধ সন্ধ্যারাত থাকবে,ঝিঝি পোকার ডাক থাকবে; একটু এগুলেই মিলবে একটা ছোট্ট দিঘি,দিঘির...

সুয়া উড়িলো উড়িলোজীবেরও জীবনসুয়া উড়িলো রে……… লা-মোকামে ছিলাই সুয়াআনন্দিত মন,ভবে আসি পিঞ্জিরাতেহইলা বন্ধন।। পিঞ্জিরা থাকিয়া কইরলাপ্রেমেরও সাধন,(হায় আল্লাহ) এখনো ছাড়িয়া যাইতেনা লাগে বেদন।। তুমি নিজ দেশে যাইবে পাখিফুরিলে মেয়াদতোমার পিঞ্জিরা রহিবে খালিহইয়া বরবাদ……।। লা-মোকামে যাওরে পাখীকরিয়া গমন,(হায়রে) পিঞ্জিরা যে কান্দে...

তোমার কেউ হারিয়ে গেলেতুমি ভুলে যাও ?সে আবার ফিরবে।এগুলো বলতে নেই।কাউকে আশা দিও না।কারন , যে যাই সে আসে না ফিরে।। ঈশ্বর কাছে সবাই ভালো থাকে।যে আছে তাকে ও ভালো রাখেযে চলে যায় তাকে ও ভালো রাখে ।। জন্ম, মৃত্যু...

জীবন নামের রেলগাড়িটাপায় না খুজে ইশ্টিশনকোন লাইনে গেলে পাবেবলবে তারে কে এখন,ও,জীবন নামের রেলগাড়িটাপায় না খুজে ইশ্টিশন৷কোথা থেকে ছেড়ে এলেযেতে হবে কতদূর৷কোনখানে তার শেষে ঠিকানাকোনখানে তার অচিনপুর৷কবে হবে লাইন কিলিয়ারডাকবে কেন মহাজন৷ও,জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷প্রেম আগুনে চলে...

শিল্পী আব্দুল হাদী মনে প্রেমের বাতি জলেবাতির নিচে অন্ধকারএ জীবনে চাইলাম যারেহোইলো না সে আমারএ জীবনে চাইলাম যারেহোইলো না সে আমার৷৷প্রেমে সৃষ্টি জগত সংসারসৃষ্টি আদম হাওয়াসেই প্রেমের দেখা পাইলেহোইত সবি পাওয়া রেহোইতো সবি পাওয়া৷মনে প্রেমের বাতি জলেবাতির নিচে অন্ধকারএ জীবনে...

আমার গায়ে যত দুঃখ সয়বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবেমন দিয়াছি এই ভেবেসাক্ষী কেউ ছিলনা সেসময়।সাক্ষী শুধু চন্দ্র-তারা,একদিন তুমি পড়বে ধরা রে বন্ধুত্রিভুবনের বিচার যেদিন হয়।।নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতরএকদিনও না লইলে...

ছ ফুট দু ইঞ্চি ঘরবারান্দায় সন্ধ্যা নামে তারপড়শিরা উলুধ্বনি দিলেসে ঘরও হেসে ওঠে বিবাহমঙ্গলে দরজায় কানাকানিহাত ধরে টানে পড়শিনিইচ্ছাকুসুম ফোটে, কুসুমে সংরাগঝরা চুমু কুড়িয়ে তুলে রাখিআহা স্নেহের পরাগ ! তৈমুর খান What’s your Reaction? +1 0 +1 0 +1 0...

হিংস্রতাগুলি এখনো রূপক হয়েমাঠে নামে রোজরূপকথা ভেবে ওদের ডেকে আনি ঘরেবন্ধুত্ব হয়কখনো কখনো ঠোঁট ছুঁয়ে ফেলিঅথবা দুই হাত নিমগ্ন আলোর মতো ওদের রোশনাইবারান্দায় ছড়িয়ে পড়লেনিজেকে অপার্থিব মনে হয় ভ্রান্তির পথে বাসনাদের গূঢ় যাতায়াতকখনো কখনো ছায়ায় মায়াসাপ ঘোরেবিশ্বাস ভঙ্গ হয় আলোও...

এ ভুলে যাও শবনমদাগ গুলো মুছে ফেলোসংকট স্বীকার করে নাওদেখো নেই বলে কিছু নেইএকবার চেয়ে দেখোসব কিছু এখানেই সম্পূর্ণতা আমি জানিনাএকটা পাখি গলা ছেড়ে গায়আমি তার পাশেই পাতা হয়ে রইগান শিখে নেই কথায় কথায় কথাটাই শেষ নয়চুপ করে শোনো কিছুযদি...

কখন এলে তুমি, কখন চলে গেলেনা বলা কথা গুলো, রেখে গেলে…সারাদিন একসাথে হাঁটা হলো ফাঁকিমনে হয় এখনো কতো গল্প বাঁকি…আঁধ ভেজা চোখ আজও ঘুমোবে না জানিশোনে না বারণ, কারন তুমিও ভোলোনি…শেষ দেখা তবু, এ দেখা শেষ যেনো হয় নাপ্রথম দিনের...

গীতিকার:পুলক বন্দ্যোপাধ্যায়সুরকার: নচিকেতা ঘোষ🎤 মাধুরী চট্টোপাধ্যায় তোমায় আমায় প্রথম দেখাগানের প্রথম কলিতেবৈশাখী এক দমকা হাওয়ায়খেয়ালি পথ চলিতেতোমায় আমায় প্রথম দেখাগানের প্রথম কলিতেবৈশাখী এক দমকা হাওয়ায়খেয়ালি পথ চলিতেতোমায় আমায় আলাপ হলোসেই গানেরই অন্তরাতেআকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে…কেয়া বনের পরাগ দিয়েসোহাগ...

গীতিকার: সলিল চৌধুরীসুরকার: সলিল চৌধুরীশিল্পী: লতা মঙ্গেশকর প্রয়াত শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🙏 কী যে করি দূরে যেতে হয় তাইসুরে সুরে কাছে যেতে চাইহায় কী যে করি দূরে যেতে হয় তাইসুরে সুরে কাছে যেতে চাইহায় কী যে করি কী যে...

গীতিকার : মুকুল দত্তসুরকার : নচিকেতা ঘোষশিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় (১৯৬২) সংগে কন্ঠ দিয়েছেন গীতিকার মুকুল দত্তের স্ত্রী । নামটা খুঁজে পাই নি । তারপরতার আর পর নেইনেই কোনো ঠিকানাযা কিছু গিয়েছে থেমেযাক, থেমে যাক নাতার আর পর নেইনেই কোনো...

“সুন্দর হবো”কথা, সুর ও কন্ঠঃ সায়ান একদিন কোনো অন্ধ ভিখিরীতার এক হাত ধরেব্যস্ত সড়ক পার করে দেবএকটু সময় করে আমি সুন্দর হবো সুন্দর হবোএকটু একটু করেনেবো এই পৃথিবীর সব সুন্দরআমার দু’চোখ ভরে আমি সুন্দর হবো সুন্দর হবোএকটু একটু করেআজ জগতের...

হে কৃষ্ণ কোথায় গেলেHey Krishna Kothay Geleছায়াছবি: মহাবীর কৃষ্ণগীতিকার: প্রবীর দত্তসুরকার: দিলীপ রায়কন্ঠ: আশা ভোঁসলে[হে কৃষ্ণ কোথায় গেলেচোখেরই জলে চোখেরই কাজলেযে কথা লিখে যাই ওগো বাতাস তারেদিওগো বলে]-২হে কৃষ্ণ[এই সেই কুঞ্জ যেথায় নিকুঞ্জবঙ্কিমরূপ ধরে বাঁজাতে বাঁশি]-২[সব বাধা ফেলে দুটি বাহু...

কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবেকখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবেকখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবেতোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে.কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবেকখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি...

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলিতোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই,যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরেততোই তোমার হাতে বন্দি হয়ে পড়িতোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাইএভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি;তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই...

কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছিযদি বলো আমি নিঃস্পৃহ, তবে তাইঘুরে তোমার কাছে এসেছি।কাবু হয়ে ঘরে ফেরার দিন শেষযুদ্ধের অবশিষ্ট আগুনে পুড়ে গেছে আমাদের বয়েস।কাফের দিলো নাজরানা, নদী ভরা উত্তাল যৌবনকাবেরী তোমার ছবি আমি আজও বুক...

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেদেহের কূলে কে চঞ্চলা দিগঞ্চলামেঘ-ঘন-কুন্তলা।দেয় দোলা পূব-সমীরণেবনে বনে দেয় দোলা।। চলে নাগরী দোলে ঘাগরীকাঁখে বরষা-জলের গাগরীবাজে নূপুর-সুর-লহরীরিমি ঝিম্‌, রিম্‌ ঝিম্‌, রিম্‌ ঝিম্‌ চল-চপলা।। দেয়ারী তালে কেয়া কদম নাচেময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে।এলায়ে মেঘ-বেণী কাল-ফণীআসিল কি দেব-কুমারীনন্দন-পথ-ভোলা।। যায় ঝিলমিল...

কথা ও সুর : সলিল চৌধুরীশিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছেযার চোখ তাকে আর মনে পরে নাচেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছেআর কোনো চোখ তবু মনে ধরে নামনের জানালা ধরে উঁকি দিয়ে গেছেহৃদয়ের ও শাখা...

বনলতা সেন কবিতার প্রথম এই লাইনটি -র সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। কবিতাটি রচিত হয়েছে ‘রূপসী বাংলা-র কবি’ নামে খ্যাত জীবনানন্দ দাশ কতৃক ১৯৩৪ সালে যখন তিনি কলকাতায় বসবাসরত ছিলেন। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ সালে ‘কবিতা ’ নামক...

একবার দুবার বারবার চুমু খেতে থাকে ওকে। চুমু খাওয়ার যেন নেশা ধরে গেছে। আজ প্রায় তিনমাস ওর দেখা নেই। কোথায় গিয়েছিল তাও জানায়নি। মোবাইলও সর্বদা সুইচ অফ। এই তিনমাস শুধু খাওয়া দাওয়া ছেড়ে রাত জেগে দুশ্চিন্তায় কী কষ্টে কেটেছে দীনেশের...

তুমি কি কখনো জানতে চাইবে, আমার কই নিবাস?শুধু বুঝি যাবো ইমারত গড়ে, আমি কি তোমার দাস?আমি কি শুধুই মুদ্রা, শুধু এইটুকু পরিচয়আমি কি শুধুই যন্ত্র, আর তার বেশী কিছু নয়?তুমি কি কখনো জানতে চাইবে, আমার মেয়ের নামনাকি আমি শুধু লাভেরই...